আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে খুবলে খুবলে খাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নাহলে কারও অস্তিত্ব থাকবে না।’
আজ রোববার (২১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাগপা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পুরোপুরি বেআইনিভাবে জনগণের অংশগ্রহণবিহীন দু’টি ভুয়া নির্বাচন করেছে। পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। পুরো নির্বাচনটাকে নিজেদের মতো করে নিতে যায় তারা। এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ভালো মানুষেরা আওয়ামী লীগ করতে পারে না। বর্তমান আওয়ামী লীগ অনেক বেশি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী। কাউকে সহ্য করতে পারে না। লুটেরা সমাজ, মাফিয়া শ্রেণি তৈরি করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতিকে খুবল খুবলে খাচ্ছে, বাইরে পাচার করছে।