সম্প্রতি ঘটে যাওয়া ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে দেশটিতে সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামক হ্যাকার কমিউনিটি।
চলতি সপ্তাহে ইজরায়েলি ৫টি সরকারি ওয়েবসাইট ডাউনসহ ১৪টি ওয়েবসাইট ও দেশটির ৭০০ নাগরিকের ইউজড কম্পিউটার দখল ও ইজরায়েলের সাবমেরিন সিইস্টেম হ্যাক করে লাইভ ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের পরিচালক আদিল হাসান সময়ের কন্ঠস্বরকে জানান, বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীনতার পক্ষে আছে। মূলত ফিলিস্তিনের নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধের জবাব দিতেই এই সাইবার হামলা চালিয়েছেন তারা।
আদিল হাসান বলেন, দেশের সাইবার সুরক্ষায় বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স গত ৪ বছর থেকে কাজ করে আসছে। বহিরাগত কোনো দেশ থেকে যদি বাংলাদেশের সাইবারে আক্রমণ করে বা দেশের সাইবার প্লাটফর্মের একটা গভঃ সাইটও যদি হ্যাক করার চেষ্টা চালায় অভিযুক্ত সাইবার হামলাকারি দেশের ট্যাকনোলজিকে চ্যালেঞ্জ এবং ঘোষণা দিয়ে উক্ত দেশের সাইবারে কাউন্টার হামলায় অংশ নিবে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।
দেশের যেকোনো অসময়ে বাংলাদেশের নাগরিকদের সাইবার নিরাপত্তা, সচেতনতা ও গুজব প্রতিরোধেও নাগরিকদের সঙ্গে আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশি যেকোনো সোশ্যাল মাধ্যম হ্যাক বা দখল হলে সেটি উদ্ধার করার চেষ্টা করে থাকে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স। এখন পর্যন্ত হ্যাক হয়ে যাওয়া ১৩ হাজার সোশ্যাল মাধ্যম উদ্ধার করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি। এরমধ্যে সেলিব্রেটি ও সাধারণ নাগরিকদের সোশ্যাল প্লাটফর্মও রয়েছে।
জানা যায়, অনেক সময় বাহিরের দেশের হ্যাকাররা বাংলাদেশি নাগরিকদের টার্গেট করে তাদের মোবাইল ফোন/কম্পিউটারে ম্যালওয়ার ছড়িয়ে মোবাইল/কম্পিউটার দখলে নেওয়ার চেষ্টা চালায়। এছাড়াও বাংলাদেশি নাগরিকদের থেকে পরিচালিত বাহিরের দেশের হ্যাকাররা অনেক সময় বাংলাদেশি নাগরিকদের ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব চ্যানেল দখলের চেষ্টা করে সেক্ষত্রেও বাংলাদেশি নাগরিকদের সাইবার সুরক্ষার জন্য বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সকে জানালে তারা বাংলাদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা দিতে কাজ করেন।
আরআই