ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি ইউএনও পার্কের বটতলা থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার অফিস মাঠে গিয়ে শেষ হয়। ৩ দিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
পরে এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানার তদন্ত ওসি আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগ নেতা মো: ফজলে রাব্বী,উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্পের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ বাদল সহ আরো অনেকে।
এআই