বরগুনা পাথরঘাটায় কাকচিড়া সড়কে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে সংগ্রাম অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তিন বন্ধু হলেন, তানভির(১৭) কাকচিড়া ইউনিয়নের উত্তর রুপধন গ্রামের নাসির উদ্দিনের ছেলে,সাকিব(২২) কাকচিড়া ইউনিয়নের জমিরতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে,রাকিব(২২) রায়হানপুর ইউনিয়নের খাসতাবক গ্রামের বাবুলের ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লেমুয়া থেকে কাকচিড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সড়কে থামিয়ে রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ছিটকে পরে যায় ৩ বন্ধু । তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ. সাইফুজ্জামান বলেন, বিষয়টি খুবই মর্মাহত। ঘটনার খবর পেয়ে টিমসহ আমরা লাশের নিকট উপস্থিত হয়েছি, লাশের সুরতহাল শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
এফএস