দিনাজপুরের হিলিতে সরকার নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে আলু, দেশীয় পেঁয়াজ ও ডিমের বাজার পর্যবেক্ষন করেন। কেউ যেন এই পণ্যগুলির বাড়তি দাম না নেয় সেজন্য ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী দেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের সহায়তায় হিলির কাঁচাবাজার ও ডিমের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় আলু ৩৫ থেকে ৩৬টাকা, দেশীয় পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা ও ডিমের দাম ১২টাকা পিস হিসেবে সরকার নির্ধারীত যে মুল্য বেধে দেওয়া হয়েছে। সেই মুল্যে এই পণ্যগুলি বিক্রি হচ্ছে কিনা সেটি তদারকি করা হয়।
এসময় এক দোকানীকে মুল্যতালিকায় ৩৬টাকা লিখা থাকলেও ক্রেতাদের নিকট ৪০টাকা কেজি হিসেবে আলুর দাম নেওয়া হয়েছে। সেই অভিযোগে ওই দোকানীকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকার নির্ধারীত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই নির্দেশনা না মানা হলে বড় ধরনের জরিমানা করা হবে বলে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনগনের দুর্ভোগ লাঘোবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।