সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে আবহা অঞ্চলের বিশা নগরী এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত আমিরুল ময়মনসিংহ জেলার গফরগাঁওয় উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের খাইরুল ইসলামের সন্তান।
তথ্য সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম ছয় মাস আগে গাড়িচালকের ভিসা নিয়ে সৌদি আরবের আবহা অঞ্চলের বিশা নগরীতে যান। সেখানে তিনি বলদিয়া কোম্পানির ময়লার গাড়ি চালাতেন। ঘটনার দিন দুপুরে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে গাড়িটি উল্টে যায়। আর এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
এআই