ওয়ানডে বিশ্বকাপের গত আসরের কথা নিশ্চয়ই মনে আছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টি বাঁধায় ম্যাচটি গড়ায় পরের দিনে। এবারের আসরেও প্রথম সেমিতে আগামীকাল মুখোমুখি হবে এই দুই দল। ফলে ঘুরেফিরে আবার আলোচনায় বৃষ্টি। এবারও সেই একইভাবে ম্যাচের ফল নির্ধারণ হবে কিনা এ নিয়ে কৌতূহল রয়েছে সবার।
আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আগামীকাল মুম্বাইয়ে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৯ শতাংশ। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে অনেক সময় বৃষ্টি হয়। ফলে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃষ্টির কথা বিবেচনায় রেখেই সেমিফাইনালের জন্য একদিন করে রিজার্ভ রেখেছে আইসিসি।
যদি কোনও কারণে আজ খেলা না হয় সেক্ষেত্রে যেখানে থামবে সেখান থেকেই শুরু হবে বৃহস্পতিবার। ওভার কাটা গেলেও বৃষ্টি আইন প্রয়োগ করতে আগামীকাল ও বৃহস্পতিবার মিলে দু’লকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে।
তবে যদি কোনোভাবেই দুই দল দুই দিন মিলে ২০ ওভার ব্যাটিং করতে না পারে তখন ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ফাইনালের দরজা খুলে যাবে ভারতের সামনে। কারণ, ভারত নিজেদের সব ক’টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড রবিন পর্ব শেষ করেছে। অন্যদিকে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আর বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোনো কারণে নকআউটের ম্যাচ না হলে পয়েন্ট টেবিলে উপরে থাকা দল পরের রাউন্ডে উঠে যাবে।
এর আগে গত বিশ্বকাপে দুইদিনে গড়ানো সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। এবার অবশ্য গ্রুপ পর্বের দেখায় কিউইদের বিপক্ষে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।