ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে ওয়ারী থানার সামনে দূবৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ওয়ারী থানার ডিউটি অফিসার সাদ্দাম হোসেন আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে তিনটি ককটেল ছুড়ে ফেলে। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটলেও একটি অবিস্ফোরিত ছিল। পরে ডিএমপির বোম ডিজপোজাল ইউনিট এসে সেটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটায়।
এফএস