ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল অজিরা। এবার জিতল ভারতের মাঠে। সেজন্য এই জয়কে বড় করে দেখছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা ২০১৫ বিশ্বকাপের চেয়ে বড়। আমরা আগেরটা নিজেদের দর্শকদের সামনে জিতেছিলাম। ভারতের কন্ডিশনে, তাদের দর্শকদের সামনে খেলার যে চাপ আমরা গেল ক’মাস ধরে অনুভব করেছি তা অন্য রকম।
গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে জয় সূচক রান এসেছে। ২০১৫ বিশ্বকাপে প্যাড আপ করে বসেছিলেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত মাঠে নামতে হয়নি তার। এবারই তেমন কিছু হবে আশা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে দলকে জেতান তিনি।
ম্যাক্সওয়েল বিষয়টি নিয়ে বলেছেন, ‘২০ রান বাকি থাকতেই আমরা উচ্ছ্বসিত ছিলাম। ভেবেছিলাম, আমার ২০১৫ আসরের মতো ব্যাটিংয়ে নামা লাগবে না। তবে জয়সূচক রান করতে পেরে আনন্দিত। হেড ও লাবুশান দারুণ ক্রিকেট খেলেছেন।
এফএস