এইমাত্র
  • গ্রাহক পিটিয়ে ক্ষমা চাইল স্টার কাবাব কর্তৃপক্ষ
  • দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার
  • দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ল
  • মহাকাশ থেকেই মার্কিন নির্বাচনে ভোট দিবেন নভোচারী
  • সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে এখন ১২৫
  • নড়াইলে প্রাইভেট পড়ে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফের রিমান্ডে পলক, সালমানসহ আ. লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা
  • ৯৬ টাকা দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনছে সরকার
  • জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় ফল ঘোষণা আজ
  • আলবেনিয়ায় চলছে সরকারবিরোধী আন্দোলন
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪
    আন্তর্জাতিক

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হলেন জাভিয়ের মিলেই

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হলেন জাভিয়ের মিলেই

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

    আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি নেতা জাভিয়ের মিলেই নির্বাচিত হয়েছেন।

    গতকাল রোববার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে (রান অফ) নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক অর্থমন্ত্রী সার্জিও মাসাকে হারিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। খবর রয়টার্সের।

    প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় রোববার আর্জেন্টিানায় দ্বিতীয় দফার নির্বাচন হয়। এই নির্বাচনে জাভিয়ের মিলেই ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী সার্জিও মাসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।

    নির্বাচনে জয়ের পর জাভিয়ের মিলেই-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মেক আর্জেন্টিনা, গ্রেট এগেইন!’।

    এমন এক সময় আর্জেন্টিনার এই নির্বাচন হলো, যখন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম শঙ্কা বিরাজ করছে। অস্থায়ী ফলাফলে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। যার মধ্যে মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। আর নিকটবর্তী মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

    ফল ঘোষণার পর বুয়েনস আইরেসে নিজ সমর্থকদের উদ্দেশে এক বিজয়ী ভাষণে মিলেই বলেছেন, আজ থেকে আর্জেন্টিনার পুনর্গঠন শুরু হলো। পতনের মডেল শেষ হয়ে গেছে, যা ফিরে আসার কোনো পথ নেই।

    তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বে তার জায়গায় ফিরে আসবে, যা কখনো হারানো উচিত নয়। আমরা মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি, একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে যাচ্ছি।

    ওদিকে পরাজয়ের পর মাসে বলেছেন, অবশ্যই আমরা যে ফলাফল আশা করেছিলাম, তা হয়নি। আমি অভিনন্দন জানাতে জাভিয়ের মিলেইয়ের সঙ্গে যোগাযোগ করেছি।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমাগত মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও বাড়তে থাকা দারিদ্রের চাপে বিপর্যস্ত দেশটিতে নির্বাচনের শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে ছিলেন জাভিয়ের মিলেই। তা শর্তেও তার ৫৬ শতাংশ ভোট অর্জনকে অনেকে ‘আশার চেয়েও বেশি’ বলে মনে করছেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…