বগুড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৬০)। তিনি দশটিকা সরদারপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক নূর জাহিদ।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মজিবর বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরও জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআই