দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন এই অভিনেতা।
মনোনয়ন ফরম তোলার পর চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগ।
মাসুদ পারভেজ রুবেল আরও বলেন, আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। তাই আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন। ছাত্রজীবনে ছাত্রলীগে জড়িত ছিলাম এবং আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সঙ্গী হওয়ার আশাও ব্যক্ত করেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো চিত্রনায়ক রুবেল।