বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের নেতৃত্বভার পাচ্ছেন সূর্যকুমার যাদব।
এছাড়া রাহুল দ্রাবিড়ের জায়গায় ওই সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
রাহুল দ্রাবিড়ের বিসিসিআই-এর সঙ্গে চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। ফাইনালের আগে চুক্তি নবায়ন নিয়ে এক প্রশ্নে তিনি বলেছিলেন, এখন বিশ্বকাপ নিয়ে ভাবছেন। চুক্তি নিয়ে নয়। তাকে আর ভারতের ডাগ আউটে দেখা যাবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন।
টি-২০ সিরিজের জন্য আয়ারল্যান্ড সিরিজের দলটাই রেখে দিচ্ছেন নির্বাচকরা। তবে বিশ্বকাপ ফাইনাল খেলা জাসপ্রিত বুমরাহ বিশ্রামে যাচ্ছেন। ইনজুরির কারণে খেলতে পারবেন না হার্ডিক পান্ডিয়াও।
ভারত ও অস্ট্রেলিয়া আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে টি-২০ সিরিজ শুরু করবে। ৩ ডিসেম্বর শেষ হবে ওই সিরিজ। এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট খেলবে ভারত। জানুয়ারিতে তিনটি টি-২০ আছে তাদের। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট খেলবেন বিরাট কোহলিরা।
এফএস