দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট। ৩ শর্ত জুড়ে দিয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, ইসলামী ঐক্যজোট কোনো সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল করার সুযোগ কাউকে দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
তবে প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৩ টি শর্ত জুড়ে দিয়েছে। এগুলো হলো– ভোট দিনে হতে হবে, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করতে হবে এবং ঘোষিত তফশিল পরিবর্তন করতে হবে। এই ৩ শর্ত পূরণ হলে দলের মজলিসে শূরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ১৮ বছর বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল ইসলামী ঐক্যজোট। ২০১৭ সালে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমর্থক হিসেবে পরিচিতি পায় দলটি।
এফএস