এইমাত্র
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান
  • যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
  • মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
  • ৬২৫ ফুট উচ্চতায় বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয়
  • এখনই ফাইনাল খেলার স্বপ্ন নয়, চার বা পাঁচে থাকলে ভালো: শান্ত
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম
    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম

    টাঙ্গাইলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

    রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম

    ৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।

    গ্রেপ্তারকৃত শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

    সোমবার (১৫ জুলাই) টাঙ্গাইলের পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    পুলিশ সুপার গোলাম সবুর জানান, গত ১১ জুলাই দুপুর প্রায় ১২টার দিকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি টাঙ্গাইল পৌর শহরের ললিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে ১০ লাখ টাকা চুরি হয়ে যায়।

    এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ঘটনার দিনই মামলা দায়ের করেন তিনি । মামলার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করে। পরে রোববার (১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…