এইমাত্র
  • কথিত সেই ব্যক্তি আমুর আইনজীবী নন: পিপি ফারুকী
  • নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
  • ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন
  • রাজধানীতে বেড়েছে সবজির দাম, পেঁপে ছাড়া বাকি সব ১০০ টাকা ছাড়িয়ে
  • সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল
  • ধূমপানের পর নামাজ আদায় করলে কি তা কবুল হবে?
  • নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান
  • ইসরাইলের বিমান হামলায় গাজা-লেবাননজুড়ে নিহত শতাধিক
  • ১১ বছর আগের হত্যাকাণ্ডে সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ২৪ কার্তিক, ১৪৩১ | ৮ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম

    দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৫ পিএম

    গত বছর থেকেই শোনা যায়, বান্দ্রার পালি হিলে অবস্থিত প্রয়াত বলিউড সুপারস্টার দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে। আশার গ্রুপ নামের এক সংস্থা বাংলোটি কিনে আবাসন তৈরির কাজ শুরু করে। অবশেষে সেই কাজ শেষ হয়েছে।

    ভারতের প্রথম সুপারস্টার দিলীপ কুমারের বান্দ্রার বাংলো ভেঙে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে আইনি জটিলতা চলছিল বছর পাঁচেক ধরে। এ জন্য মানহানির মামলাও দায়ের করেছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। অভিযোগ ছিল, অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে সম্পত্তি। গত বছরে সেসব আইনি জটিলতা কাটায় বিলাসবহুল আবাসন তৈরি হল শেষমেশ।

    তথ্য বলছে, যার খরচ ১৫৫ কোটি রুপি। ৯,৫২৭,২১ স্কয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অ্য়াপার্টমেন্ট। ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে ট্রিপলেক্স। সাড়ে ৯ লক্ষ স্কোয়ারফুটের এই অ্যাপার্টমেন্টের ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে সমুদ্রমুখী ট্রিপলেক্স। ১৭২ কোটি টাকায় সেটা কিনে নিয়েছে অ্যাপকো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড।

    এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরিতে আশার গ্রুপের মোট বাজেট ছিল ৯০০ কোটি রুপি। বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গেছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিস-সহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।

    উল্লেখ্য, পাঁচ বছর ধরে দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটায় এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে।

    ১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল ১.৪ লক্ষ রুপি। তবে ২০২১ সালে জানা যায়, সেই সম্পত্তির দাম ৩৫০ কোটি রুপি।

    বছর তিনেক আগেই অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দিলীপ কুমার। এখনও তার জনপ্রিয়তার কাছে হার মানেন নতুন প্রজন্মের তারকারা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…