গত তিন বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন হৃতিক-সাবা। মাত্র দেড় বছর আগেই সেই সম্পর্কের কথা ঘোষণাও করেছিলেন হৃতিক রোশন ও গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদ। তবে গুঞ্জন উঠেছে সেই প্রেমকাহিনি নাকি ভাঙনের পথে। বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে তাদের জীবনে।
গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের।
জানা গেছে কাজ পাচ্ছেন না সাবা। সে বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে তার। গত তিন বছর ধরে এ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা আজাদ। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে— সফদর হাসমির ভাইঝি।
ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকা হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ ফটোসাংবাদিকদের নজরে আসেন সাবা। তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে তার।
এদিকে বলিউডের সিনেমাপ্রেমীদের একটি অংশ দাবি করেছেন, হৃতিক-সাবা আজাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে। যদিও সামাজিকমাধ্যমে দেখা গেছে— এখনো সাবার ছবিতে লাইক দিচ্ছেন এ অভিনেতা।
হৃতিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন তিনি। অভিযোগ করে সাবা বলেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে।
কারণ হিসেবে সাবা বলেন, সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাই এর জন্য দায়ী। এক পরিচালকও তাকে বলেছেন— নামি তারকার প্রেমিকা এখন তিনি। তাই তার আর কাজের কী প্রয়োজন। এ কথা শুনে উত্তেজিত হয়ে সাবা বলেন, আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে, সেটিকে হেয় করা হচ্ছে? তিনি বলেন, আমি স্পষ্ট বলছি— এখন পর্যন্ত আমি নিজের টাকায় জীবনযাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি। যে কাজটি করি, সেটি পছন্দের। যদিও লোকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।