রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় কামাল আহমেদ (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, রাতে কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত আওয়ামী লীগ নেতাকে হত্যার বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।