দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় জয়পুরহাটেও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও ভিডিপি ক্যাম্প।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে জেলা আনসার দপ্তরে বৃক্ষ রোপন করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ডার মির্জা সিফাত ই খোদা, সার্কেল এডজুট্যান্ড বাবুল আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় আনসার অফিস জানায়, জেলায় কয়েকদিনে আনসার হেড অফিসে ২২টি, সদর অফিসে ১শ' ৯০ জন, পাচবিবিতে ১৫০টি এবং কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর এ ১১০টি করে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
এআই