যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তুহিন হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৩১ জুলাই) দুপুরে পুটখালি গ্রামের ইছামতি নদীর পাশ থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক তুহিন হোসেন ওই গ্রামের সামসুজ্জামানের ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পুটখালী গ্রামের আজগর আলীর আমবাগানের পাশে ইছামতী নদীর দক্ষিণপাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ভারতীয় ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে। এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তুহিনকে আটক করে। পরে তার দেখানো দুইটি বস্তায় বিশেষ ভাবে রাখা ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুহিন র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গ্রেফতারকৃত আসামী বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ভারত থেকে কিনে এনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে থাকে। জব্দকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এমআর