সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে বৃষ্টি উপক্ষে করে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (০৩ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে ঢাকা পঞ্চগড় মহাসড়কে অবস্থান করছে। এসময় শ্লোগানে গ্লোগানে প্রকম্পিত হয় চার পাশ। কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ। বর্তমানে বৃষ্টির মাঝে আন্দোলন চলমান রেখেছে তারা। কর্মসূচীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে স্থানীয় অনেকেই একাত্বোতা ঘোষণা করে নেমে পড়েছে।
দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ কর্মসূচী পালনে শিক্ষার্থীর আহব্বান করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শেরে বাংলা পার্ক চত্বর থেকে আন্দোলনকারীদের একটি অংশ জেলা পরিষদের সামনে থানা সড়কে বাশ ফেলে গতি রোধ করে রাখে।
আন্দোলনকারীদের দাবি তাদের ৯ দফা যেন দ্রুত মেনে নেয়া হয়। অন্যথায় তারা সড়ক থেকে তাদের কর্মসূচী প্রত্যাক্ষান করবেন না।
পপঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যেন কোন সহিংসতার সৃষ্টি না হয় সে লক্ষে তাদের নিরাপত্তা দিতে অবস্থান করছি আমরা। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
এআই