চুয়াডাঙ্গার জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নীলমণিগঞ্জ বাজার থেকে ফল কিনে সরিষাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এসময় নীলমণিগঞ্জ মসজিদের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, কপাল, ঘাড় ও কোমরে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার বোয়ালমারী গ্রামে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হবে।
এমআর