ফেনীতে খাল ও স’মিলের সামনে থেকে দুই যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাগাজী উপজেলার সাহেবেরহাট এলাকায় খালের পানিতে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে দুপুরে স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে যান। মরদেহটি মুশফিকুর রহমানের। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক পদে ছিলেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কেউ আসেনি। পরে স্বজনদের ডেকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া (৪০) নামে এক যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
এআই