এইমাত্র
  • নগরের প্রধান সড়কে সোমবার থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা
  • ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি’
  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চালু হতে পারে ঢাবির ক্লাস
  • বাউফলে বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ
  • নতুন সিনেমায় নিশো-তমা, শুটিং সামনে মাসেই!
  • জাহাজ থেকে পাচার করা বিদেশি রংসহ ১১ মামলার আসামি গ্রেফতার
  • মিরসরাইয়ে তীব্র নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
  • পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
  • জুড়ী সীমান্তে দুই রোহিঙ্গাসহ আটক ৫
  • সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ
  • আজ রবিবার, ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

    দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

    সারা দেশের সব হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় সব হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নাম পরিবর্তন হবে। এসবের নাম দেওয়া হবে সংশ্লিষ্ট জেলার নামে।

    বুধবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে স্থাপনাগুলো থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ রাসেল’ নামগুলো সরে যাচ্ছে।

    সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, হাই-টেক পার্কের জমি বরাদ্দ দেওয়া এবং বাতিল করার বিষয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এ বিষয়ে কোনো অনিয়ম, দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা দরকার। যে উদ্দেশ্য নিয়ে দেশব্যাপী হাই-টেক পার্ক তৈরি করা হয়েছিল সে অনুযায়ী প্রত্যাশিত ফল আমরা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে কতটুকু রাজনৈতিক কারণ ছিল, কি পরিমাণ দুর্নীতি ছিল বা আমাদের সক্ষমতার মধ্যে কোনো ঘাটতি ছিল কিনা সে বিষয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়গুলো চিহ্নিত করা গেলে সামনের দিকে কাজ করা সহজ হবে। এক্ষেত্রে বাইরের দেশগুলো কিভাবে কাজ করছে এবং আমাদের সক্ষমতার মধ্যে কিভাবে আমরা কাজ এগিয়ে নিতে পারি সে বিষয়গুলো নিয়ে আরও স্টাডি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি খুব বড় প্রত্যাশা না রেখে প্র্যাকটিক্যাল কাজগুলো করা দরকার বলেও উপদেষ্টা মন্তব্য করেন।

    সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ আরও কয়েকজনের নামে হাই-টেক পার্কের ডরমেটরির নামকরণের প্রস্তাব করা হলে উপদেষ্টা তাতে সম্মত না হয়ে বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের মতো তাড়াহুড়া করার দরকার নেই। আন্দোলনে শহীদদের স্মৃতি এমনভাবে ধারণ করা হবে যাতে করে সেগুলো সারাজীবন থাকে।

    সভায় যশোর জেলায় অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে (পিএমসি) অব্যাহতি দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নতুন পিএমসি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

    কার‌ওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বকেয়া ভাড়া পরিশোধ এবং তাদের রেখেই টাওয়ারটি সংস্কার করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়। হাই-টেক পার্কে যারা বিনিয়োগ করবে তাদের লোন পাইয়ে দিতে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়েও সভায় আলোচনা করা হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…