এইমাত্র
  • নগরের প্রধান সড়কে সোমবার থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা
  • ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি’
  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চালু হতে পারে ঢাবির ক্লাস
  • বাউফলে বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ
  • নতুন সিনেমায় নিশো-তমা, শুটিং সামনে মাসেই!
  • জাহাজ থেকে পাচার করা বিদেশি রংসহ ১১ মামলার আসামি গ্রেফতার
  • মিরসরাইয়ে তীব্র নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
  • পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
  • জুড়ী সীমান্তে দুই রোহিঙ্গাসহ আটক ৫
  • সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ
  • আজ রবিবার, ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    বিনোদন

    স্বামীর তৃতীয় বিয়ে হলেও কী, আমার তো সমস্যা নেই: অভিনেত্রী চমক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম

    স্বামীর তৃতীয় বিয়ে হলেও কী, আমার তো সমস্যা নেই: অভিনেত্রী চমক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম

    মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে মাস তিনেক আগে। এর মধ্যে একের পর এক অজানা খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, চমকের বর ব্যবসায়ী আজমান নাসির এর আগেও দুটি বিয়ে করেছেন। সেই সংসারের সন্তানও রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে তখন চমকের সঙ্গে সম্পর্কে জড়ান এই ব্যবসায়ী। এ নিয়ে চমকের স্বামী এক ভিডিও বার্তায় আগের দুই বিয়ের খবর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

    যদিও বিয়েসংক্রান্ত বিষয়ে চমক একেবারে চুপচাপ ছিলেন। তবে গত মঙ্গলবার কথা প্রসঙ্গে চমক একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত।’

    অভিনেত্রী বলেছেন, ‘আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কী, আমার তো সমস্যা নেই। সে আমার প্রতি লয়্যাল, প্রচণ্ড ভালোবাসে, কেয়ার করে—এটাই আমার কাছে অনেক।’

    অভিনেত্রী আরও বলেন, ‘আমার না হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল, কিছুই পায়নি জীবনে, তার জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি, কেন নয়। আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যাইওনি’।

    জীবনে একাধিকবার প্রেম আসলেও সেভাবে সুখী হতে পারেননি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কেউ হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হলে কীভাবে কি! আমি অনেক ধনী মানুষকেও ডেট করেছি, কিন্তু সুখী ছিলাম না। ওর সঙ্গে আমার মনে হয়েছে, সুখী, পরিপূর্ণ। আবারও বলছি, আমাকে পাওয়া যদি কারও জীবনে সবচেয়ে বড় অর্জন হয়, তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে’।

    উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…