ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান একটি নাটকে অভিনয় করা নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন। সরকার পতনের পর সবাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। সবাই যার যার অবস্থান থেকে কথা বলছেন নিজেদের দাবি নিয়ে। জোভান প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
জোভান রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে তার ফেসবুকে লিখেছেন, ‘প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, তাদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের।’
প্রবাসীদের প্রতি বিমানবন্দর কর্মকর্তাদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার দেওয়া বক্তব্যে বিমানবন্দরে প্রবাসীদের সেবার বিষয়ে নির্দেশনামূলক কথা বলেছেন।
জোভানের ফেসবুক পোস্টে বেশির ভাগই ইতিবাচক মন্তব্য এসেছে। আদিবা রহমান নামের একজন লিখেছেন, ‘পৃথিবীর কোনো দেশে এত স্যার বলার নিয়ম নেই। নিয়মকানুন ঠিক রেখে ভালো ব্যবহার আর ভালো সার্ভিস দিলেই যথেষ্ট।’
অন্য একজন লিখেছেন, ‘ভাই প্রবাসীদের কথা কেউ ভাবে না আমরা যে কষ্ট করে টাকা পাঠায় এই কষ্ট কেউ বুঝতে পারে না ভাই, তার পরেও দিন শেষে দেশটা আমার আমাদের সবার।’
এমএইচ