রাজধানীর হাজারীবাগ বারইখালী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজিচালিত এক অটোরিকশাচালক (১৮) নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন জানান, আজ ভোরের দিকে হাজারীবাগ বারইখালি এলাকায় যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী একটি সিএনজির গতি রোধ করে। কোন কিছু বোঝার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চালককে গুরুতর আহত করে। পরে ওই চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এআই