নুসরাত ফারিয়া। দেশের শোবিজের আলোচিত একটি নাম। কাজ করেছেন অনেক সিনেমা, গান ও বিজ্ঞাপনে। বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। তবে তাকে এখন মানুষ চেনেন 'পর্দার হাসিনা' হিসেবে। 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিতে মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।
সিনেমাটি মুক্তিকালে এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেছিলেন, 'প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।' এরপর নায়িকার সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মাতেন নেটিজেনরা। নায়িকাকে নিয়ে শুরু হয় কটাক্ষ।
আরও পড়ুন- স্ক্রিনশট ফাঁস: ছাত্রদের ওপর 'গরম জল' দেয়ার অনুরোধ তারকাদের
ছাত্র-জনতার অভ্যুথানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন করে আলোচনায় আসেন দেশের বেশ কিছু তারকারা। তাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন নেটিজেনদের প্রশ্ন, 'কোথায় গেলেন পর্দার হাসিনা?'
কোথায় আছেন পর্দার হাসিনা তা জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের এই গ্লামার কন্যা। নিয়মিত ছবি পোস্ট করছেন ফেসবুকে। তবে কোথায় অবস্থান করছেন তা কোথাও উল্লেখ করছেন না নুসরাত। সামাজিক মাধ্যমে সাম্প্রতিক কিছু ছবি দেখে নেটিজেনদের ধারণা, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।
সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার কিছু পোস্টে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য মন্তব্য হল- 'আপনাকে দেখলেই হাসিনার কথা মনে পড়ে', 'আপনার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই।' কেউ লিখেছেন, 'কোথায় আছেন আপনি? জানতে চাই।'
সম্প্রতি এক অনলাইন জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে পর্দার হাসিনা খ্যাত নুসরাত ফারিয়াকে। সে থেকেও রয়েছেন আলোচনায়; ট্রোল, কটাক্ষ করতেও বাদ রাখছেন না নেটিজেনরা।
আরআইআর