হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিসির পদত্যাগের দাবিতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে দিকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজের কনফারেন্স রুমে ভিসির পদত্যাগের দাবিতে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সঙ্গে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলেজ সূত্রে জানা যায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের ভিসি সুনির্মল রায় হবিগঞ্জ ৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের অনুসারী এবং গোপালগঞ্জে বাড়ি। তিনি ভিসি থাকাকালীন তার নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগসহ ক্ষমতার অবৈধ অপব্যবহারের অভিযোগ রয়েছে।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ ৪র্থ বর্ষের ছাত্র রিংকু আহমেদসহ আরও অনেকে।
এর আগেও শিক্ষার্থীরা শিক্ষক সংকট দূর করা, স্থায়ী ক্যাম্পাস স্থাপন, আবাসন ও যাতায়াতব্যবস্থা করা, কলেজের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা, হাসপাতাল ভবনের সপ্তম তলায় অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ কেয়ার ও কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, শিক্ষার্থীদের ভিসেরা, ক্যাডেভার ও ক্লিনিক্যাল ক্লাসের ডামি হালনাগাদকরণ, মেডিকেল কলেজের বিগত দুই অর্থ বছরের বাজেট শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, শিক্ষার্থীদের কাছ থেকে নামে–বেনামে যত ভর্তি ফি, পরীক্ষা ফি নেওয়া হয়েছে তার হিসাব প্রকাশ করা এবং প্রতিটি শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানান।
এআই