এইমাত্র
  • জাহাজ থেকে পাচার করা বিদেশি রংসহ ১১ মামলার আসামি গ্রেফতার
  • বাউফলে বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধ সভাপতির অভিযোগ
  • মিরসরাইয়ে তীব্র নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
  • পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
  • জুড়ী সীমান্তে দুই রোহিঙ্গাসহ আটক ৫
  • সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ
  • নায়িকা জাহারা মিতুর সঙ্গে দুই ক্রিকেটারের প্রেমের গুঞ্জন
  • শার্শা-বেনাপোলে পাটখড়ির দাম বৃদ্ধিতে লাভবান কৃষকেরা
  • ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • মণিপুরে চরম উত্তেজনা, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন
  • আজ রবিবার, ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ১৯ কাস্টমস কমিশনারকে একযোগে বদলী করলো এনবিআর

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম

    ১৯ কাস্টমস কমিশনারকে একযোগে বদলী করলো এনবিআর

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম

    কাস্টমস কমিশনার পর্যায়ের ১৯ জন কর্মকর্তাকে এক সাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট ঘোষনার দুই মাস পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদ বদল করা হলো।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো: আহসান উল্লাহ ও শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য “সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো” এর আত্ততায় এই বদলী বলে মনে করেন এনবিআর।

    প্রজ্ঞাপনে ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে, চট্রগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেডিং একাডেমির মহাপরিচালককে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে, ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) মোবারা খানমকে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার হিসেবে, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী তৌহিদা আখতারকে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে, ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীকে পানগাঁও কাস্টমস হাউজে কমিশনার হিসেবে, চট্রগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানকে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা আইডির কমিশনার মোহাম্মদ আকবার হোসেনকে ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো: মুরাদকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো: আবদুল হাকিমকে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, কমিশনার হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া জুয়েল আহমেদকে ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের কমিশনার হিসেবে, রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. নাহিদা ফরিদীকে ঢাকা আইসিডি কাস্টমস হাউজের কমিশনার হিসেবে, ঢাকা কাস্টম হাউজের কমিশনার একেএম নুরুল হুদা আজাদকে চট্রগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে, চট্রগাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার ম. সফিউজ্জামানকে ঢাকা-২ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার হিসেবে, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. কামরুজ্জামানকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার হিসেবে, ঢাকা-২ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূইয়াকে চট্রগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার হিসেবে, কমিশনার হিসেবে চলতি দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ মাহমুদুল হাসানকে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, কমিশনার হিসেবে চলতি দায়িত্ব প্রাপ্ত মো. তাসনিমুর রহমানকে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেটের কমিশনার হিসেবে, পানগাঁও কাস্টমস হাউজে কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে ও রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেনকে চট্রগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। প্রজ্ঞাপণে কবে থেকে এ আদেশ কার্যকর হবে তা উল্লেখ করা হয়নি।

    একই দিন (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে ১৩ জন চলতি দায়িত্বের কমিশনারকে কমিশনার পদে (গ্রেড-৩) পদোন্নতি দেয়া হয়। তারপর পরই তাদের বদলী ও পদায়ন করেন জাতীয় রাজস্ব বোর্ড।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…