কুমিল্লার হোমনায় একই পরিবারের ৩ জনকে হত্যার অভিযোগ উঠেছে। তাদেরকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ি থেকে তাদের উদ্ধার করে হোমনা থানা পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ির শাহপরাণের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) ও শাহপরাণের ভাগ্নি ও হোমনা উপজেলার যুবলীগ নেতা রেজাউল করিমের মেয়ে তিশা আকতার (১৪)।
হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জয়নাল বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের যেকোনো সময়ে তিনজনকেই শ্বাসরোধ করে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।