চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ও হিঙ্গুলী ইউনিয়নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পুনর্বাসনের জন্য টিন উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটি করেরহাট ইউনিয়নের উদ্যোগে ভালুকিয়া, পশ্চিম জোয়ার, সাইবেনেরখিল, বদ্ধ ভবানী ও হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর এলাকায় ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে টিন সহযোগিতা করা হয়।
এসময় করেরহাট জামায়াতে ইসলামীর আমির আরিফুর রহমান, চট্টগ্রাম জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, জামায়াতে ইসলামী করেরহাট ইউনিয়ন সেক্রেটারি আসাদ উল্লাহ, করেরহাট শিবির সভাপতি আলতাফ, করেরহাট যুব বিভাগ অর্থ সম্পাদক রুবেল, বালুকিয়া ইউনিট সভাপতি হাফেজ জহির, ভবানী ইউনিট সভাপতি দিদারসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট রাতের আঁধারে গোপনে মিরসরাই উপজেলার ১নং করেরহাট ও ২নং হিঙ্গুলী ইউনিয়নের বন্যাদুর্গত, সুবিধাবঞ্চিত ২৬০ পরিবারের মাঝে ছাত্রশিবিরের কর্মীরা খাদ্য (ফুড প্যাক), বস্ত্র ও তোষক দিয়ে আসে। এই মানবিক কাজের জন্য তারা প্রশংসিত হয়েছে। এছাড়াও ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছাতে এবং বিপদগামী মানুষগুলোকে উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের কর্মীরা।