এইমাত্র
  • এম. আজিজুর রহমানের চলে যাওয়ার এক বছর আজ
  • বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি
  • দেশে প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন
  • সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি
  • সাবেক এমপি মানিক গ্রেপ্তার
  • বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
  • অনলাইন ভূমিসেবায় শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব: উপদেষ্টা
  • স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
  • নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় বাংলাদেশের মিরহার সাফল্য
  • আজ বুধবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪
    রাজধানী

    রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

    রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

    রাজধানীর উত্তরার আজমপুর ও বাড্ডার আফতাব নগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মাসুম (৩০) ও মো. নাসির (৪০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

    নিহত মাসুম চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগমারা এলাকার ইসরাইল হোসেনের ছেলে এবং নাসির চাঁপাইনবাবগঞ্জ সদরের চরমোহনপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্বজনরা।

    নিহত মাসুমের চাচা মাসুদ রানা জানান, উত্তরা আজমপুর বিএনএস সেন্টার ভবনের পাশে একটি নির্মাণাধীন ভবনের নয় তলায় মাচাং বেঁধে প্লাস্টারের কাজ করার সময় তিনজন নিচে পড়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত মাসুম ও শহিদুলকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) বিকেল চারটার দিকে মাসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    অপর ঘটনায় নাসিরকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা নুর-ইসলাম জানান, বাড্ডা আফতাব নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আট তলায় বাইরের সাইডে মাচাং বেঁধে প্লাস্টার করছিল নাসির। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাসিরের।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নির্মাণ শ্রমিক মাসুম ও নাসিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…