কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজকে ধ্বংসের হাত থেকে বাচাঁতে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জানগণের আহ্বানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুর রহমান বাবলু।
এ সময় বক্তব্য রাখেন, আশরাফুল আলম চিশতী, রফিকুল আনছারী, বিপ্লব আনছারী, মাও. আব্দুস সবুর প্রমূখ।
উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট রাতে ওই প্রতিষ্ঠানের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী, এলাকার সর্বস্তরের জনগণের আহ্বানে কলেজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গত ২৭ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অধ্যক্ষ মাহমুদুল হাসান সরকারের নানা দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ ও অপসরাণের দাবিতে মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এমআর