এইমাত্র
  • ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
  • শত্রুদের বিরুদ্ধে লড়ার আহ্বান খামেনির
  • সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় সমন্বয়কের করা মামলায় আসামি মৃত ২ আ.লীগ নেতা!
  • ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্রেপ্তার
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘ মহাসচিব
  • প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি
  • সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
  • আজ শনিবার, ১৯ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

    পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

    গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়েে শিক্ষার্থীদের দাবির মুখে সাময়িক বরখাস্ত হলেন বিদ্যালয়টির গণিত শিক্ষক শহিদুল ইসলাম।

    রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সময়ের কণ্ঠস্বরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে দুপুরে শতশত শিক্ষার্থী স্থানীয় চৌমাথা মোড় ও উপজেলা পরিষদ চত্ত্বরে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। পরে ইউএনও কামরুল হাসান ঘটনাস্থলের উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।

    তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলেছে। ওই শিক্ষকের নিবন্ধন বাতিলসহ ভবিষ্যতে যাতে শিক্ষকতায় ফিরতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানান তিনি।

    শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের গণিত শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস চলাকালে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এর প্রতিকার চেয়ে গত ২৯ আগস্ট প্রধান শিক্ষক মাহবুবুল আলমের (মিল্টন) কাছে লিখিত অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন নির্বাহী কর্মকর্তা। কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিএম নকিবুল হাসানকে আহবায়ক করা হয়।

    কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন। তাদের তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…