এইমাত্র
  • ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ
  • এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
  • ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গোলের উন্মাদনায় মাতবে গবি ক্যাম্পাস, আন্তঃবিভাগ ফুটবল মহারণ শুরু

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

    গোলের উন্মাদনায় মাতবে গবি ক্যাম্পাস, আন্তঃবিভাগ ফুটবল মহারণ শুরু

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

    সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, যিনি আকাশে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

    উদ্বোধনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'ক্রীড়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গর্বের জায়গা। খেলার মধ্যে যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। এছাড়া খেলাধুলার কারণে শ্রেণী কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।'

    এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৭ এবং মেয়দের ১৪ টি টিম অংশগ্রহণ করছে। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মদ মুকাম্মেল সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের পর্দা নামবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…