এইমাত্র
  • ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
  • শত্রুদের বিরুদ্ধে লড়ার আহ্বান খামেনির
  • সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় সমন্বয়কের করা মামলায় আসামি মৃত ২ আ.লীগ নেতা!
  • ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্রেপ্তার
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘ মহাসচিব
  • প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি
  • সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
  • আজ শনিবার, ১৯ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    চাঁদা না দেওয়ায় আইনজীবীর সহকারীর উপর হামলা

    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

    চাঁদা না দেওয়ায় আইনজীবীর সহকারীর উপর হামলা

    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

    ভোলার চরফ্যাসনে দাবী করা চাদা না দেওয়ায় নাসির (৬০) নামের এক মুহুরির (আইনজীবী সহকারী) উপর হামলা হয়েছে। আহত নাসির মুহুরিকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

    রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকার জিন্নাগড় ৮ নং ওয়ার্ডে হানিফ জমাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ নাসির মুহুরির কাছে চাঁদা দাবি করে আসছিলেন হানিফ জমাদার। মামলা সংক্রান্ত বিষয়ে তিনি নাসির মুহুরির উপর ক্ষুব্ধ। চাঁদা দিতে অস্বীকার করলে নাসির মুহুরিকে মারধর করা হয়।

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজেকে বিএনপি নেতা দাবি করে বিভিন্ন মানুষের কাছে চাঁদা চেয়ে আসছেন কথিত এ যুবদল নেতা। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, হানিফ জমাদার বিএনপির কোন পদে নেই। তার অপরাধের দায় বিএনপি নেবে না। একসময় সে আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি হয়ে গেছে; এরা সুবিধাবাদী।

    আহত নাসির মুহুরি বলেন, আমার বাড়ি এওয়াজপুর ৯ নং ওয়ার্ডে। প্রায় ১৫ দিন আগে জিন্নাগড় উত্তর মাদ্রাজ ৮ নং ওয়ার্ডের হানিফ জমাদার আমার বাড়িতে ৩০ হাজার টাকা চাদা দাবি করে লোক পাঠায়। আমি তাকে চাদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে হুমকি দিয়ে আসছিলো। একদিন আমার বাড়িতে গিয়ে ঘড়ের দরজা জানালা ভাঙচুর করে।

    তিনি বলেন, আজ সকালে হানিফ জমাদারের বাড়ির সামনে দিয়ে চরফ্যাসনে আমার কর্মস্থলে আসার পথে সে ও তার ছেলে শিমুল (২০) আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে আমার কাছে চাদা চায়।

    আমি চাদা দিতে অপারগতা জানালে বাপ ছেলে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে ফোলা জখম করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে চাইলে হানিফ জমাদার তার দল বল নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণে বাধা দেয়। পরে সাংবাদিকদের সহায়তায় আমি হাসপাতালে ভর্তি হই।

    নাসির মুহুরি বলেন, 'আমি কোন রাজনীতি করি না। পেশাগত কারণে অনেকেই আমার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে। তবে হানিফ জমাদারের সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই।'

    এ ঘটনায় অভিযুক্ত হানিফ জমাদারের বক্তব্য জানতে চাইলে তিনি চাদা চাওয়ার কথা অস্বীকার করে। তবে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি একটি মামলার আসামী হয়েছেন, তাতে নাসির মুহুরীর ছেলের ইন্ধন ছিল। 'তাই মামলার খরচের টাকা নাসির মুহুরীকে দিতে হবে।'

    হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি কোন মারধর করিনি, তার সাদা পাঞ্জাবিতে পানের রস লেগে লাল হয়ে গেছে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…