এইমাত্র
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  • শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
  • দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
  • বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
  • প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
  • মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
  • ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান
  • ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আজ সোমবার, ৩০ আষাঢ়, ১৪৩২ | ১৪ জুলাই, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    ফের টানা দরপতনের বৃত্তে পুঁজিবাজার!

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

    ফের টানা দরপতনের বৃত্তে পুঁজিবাজার!

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

    ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। টানা পাঁচ কার্যদিবস পতনের পর সোমবারও কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের মান। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন।

    সোমবার (৯ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

    ডিএসইতে সোমবার কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৬২৯ দশমিক ৫৪ পয়েন্টে ও ২ হাজার ৯২ দশমিক ৫১ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৫ দশমিক ১০ পয়েন্টে।

    ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৭ লাখ টাকার।

    লেনদেনের শীর্ষে ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, অগ্নি সিস্টেমস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, এনআরবি ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

    এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৭টি কোম্পানির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

    অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০৩ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৬৪ দশমিক ৬৭ পয়েন্টে ও ৯ হাজার ৬৮৪ দশমিক ১৯ পয়েন্টে।

    এছাড়া সিএসআই সূচক ১২ দশমিক ০২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ২১ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ১৯০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৩০ সূচক ৭০ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৪ দশমিক ০৯ পয়েন্টে।

    সিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ লাখ টাকা।

    সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারদর।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…