পুলিশকে আগের পর্যায়ে জনগণের কাছের পুলিশ হিসেবে পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে চাই। জনগণের আস্থায় পুলিশকে নিয়ে আসতে চাই, এ জন্য সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ খতিয়ে না দেখে হয়রানির লক্ষ্যে কাউকে গ্রেপ্তার করা হবে না। পুলিশ বাদি হয়ে কোনো মামলা করবে না।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, নবাগত রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান।
তিনি বলেন, বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে পুলিশের পুরনো মনোভাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে।
এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- নবাগত পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, আজকের ময়মনসিংহের সম্পাদক শামসুল আলম খান, হোসাইন শাহিদ, স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ নজরুল ইসলামসহ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এইচএ