শেয়ারবাজারে মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং সালমান এফ রহমানের পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে বিএসইসিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম), তার স্ত্রী, জামাতা, আত্মীয়স্বজনসহ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শেয়ারবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কিনা, তা অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে এই কমিটিকে।
পাশাপাশি সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শেয়ারবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেয়া হয়েছে কমিটিকে।
এমএইচ