এইমাত্র
  • দেশে প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন
  • সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি
  • সাবেক এমপি মানিক গ্রেপ্তার
  • বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
  • অনলাইন ভূমিসেবায় শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব: উপদেষ্টা
  • স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
  • নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় বাংলাদেশের মিরহার সাফল্য
  • ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ
  • ইসরাইলের হাইফায় ৩০ মিনিটে ১০০ রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    গৌরনদীতে কলা গাছ কাটাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাসহ আহত ৭

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

    গৌরনদীতে কলা গাছ কাটাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাসহ আহত ৭

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

    বরিশালের গৌরনদীতে কলা গাছ কাটাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গৌরনদী উপজেলার ২নং প্রার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম বার্থী এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, সকালে পরিত্যক্ত মরে যাওয়া কলা গাছ কাটতে যান বীর মুক্তিযোদ্ধা কলম খলিফাসহ তার স্ত্রী মামতাজ বেগম। কলা গাছ কাটার সসয় হামলার শিকার হন মমত তাজ বেগম ও তার স্বামী কলম কলিফা। কলম খলিফার স্ত্রী মমতাজ বেগম অভিযোগ করে বলেন পরিত্যক্ত মরা যাওয়া কালা গাছ কাটার সময় বাধা প্রদান করেন আপাং হাওলাদারের ছেলে মিঠুন হাওলাদার। এ সময় হাবুল খলিফা সহ ১০/১২ জন আমার স্বামী ও আমাকে মারধর করে আহত করেন। এ খবর পেয়ে আমার ছেলে মনির খলিফা আসলে তাকেও হামলা শিকার হতে হয়। পরে আহত অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছি।

    বার্থী ইউনিয়ন যুবদলের সদস্য হাবুল খলিফা জানান আমার ভাগ্নে কলম খলিফার কাছে জানতে চেয়েছে কেন কলা গাছ কাটা হয়েছে। তখন আমার ভাগ্নে এবং আমার কাকাকে আমি বুঝানোর চেষ্টা করি। ঝগড়া না করার জন্য। তখন আমার কাকা কথা না বুঝতে যেছে তিনি উত্তেচিত হন। তখন দুজনকে থামাতে গেলেই আমার কাকা বলেন কলাগাছ কেটেছি তাতে কি হয়েছে। তখন আমার চাচা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি মারেন। আমার ভাগ্নেকে থামাতে গেলে দুজনের সাথে হাতাহাতি একপর্যায়ে মারামারি শুরু হয় দুজনেই কাদামাটিতে পড়ে যায়। হয়তো তখন আমার চাচা বীর মুক্তিযোদ্ধা কলম খলিফা আহত হয়েছেন।

    মারামারির ঘটনার অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানা পুলিশ। বীর মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন

    গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন এ বিষয়ে তিনি আরো জানান উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…