এইমাত্র
  • ইরানে ইসরায়েলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ
  • এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ
  • ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    শিক্ষাঙ্গন

    "তুমি কে, আমি কে, আদু ভাই আদু ভাই " স্লোগানে বিক্ষোভ

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

    "তুমি কে, আমি কে, আদু ভাই আদু ভাই " স্লোগানে বিক্ষোভ

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

    দীর্ঘ সেশনজটের কারণে বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের দাবিতে "তুমি কে, আমি কে, আদু ভাই, আদু ভাই" স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস।

    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফলাফল প্রকাশে বিলম্বসহ একাডেমিক কার্যক্রমে ধীরগতির প্রতিবাদে বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

    ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, মার্চ মাসে স্নাতকের শেষ পরীক্ষা শেষ হলেও ফলাফল এখনও প্রকাশ হয়নি। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি ছিল দ্রুত ফলাফল প্রকাশ, সেশনজট নিরসন, একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন এবং শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা।

    শিক্ষার্থীরা ১৫ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল একদিনের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ, সেশনজট নিরসন এবং শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা।

    বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফারিয়া জান্নাত বলেন, "আমরা মাস্টার্সের জন্য এপ্লাই করবো, আমাদের পরীক্ষা শেষ হয়েছে প্রায় ছয় মাস, কিন্তু এখনও ফলাফল পাইনি। এর ফলে আমরা পরবর্তী পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় রয়েছি। সেশনজট আমাদের ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলছে। আমরা দ্রুত ফলাফল প্রকাশ ও সেশনজট নিরসনের দাবি জানাই।”

    পরিস্থিতি সামাল দিতে এ দিন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এক ঘণ্টার বৈঠক শেষে তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

    ড. হুদা জানান, "আজকের মধ্যেই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ করা হবে এবং আগামী রবিবারের (১৫ সেপ্টেম্বর) মধ্যে ট্রান্সক্রিপ্ট ও মাইগ্রেশন সার্টিফিকেট প্রদান করা হবে।" এছাড়া, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও সেশনজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…