চুয়াডাঙ্গায় অসুস্থ্য ভাগিনাকে দেখতে এসে লাশ হলেন খোদেজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ। ভাগিনার বাড়ির ধানঝাড়াই মেসিনের ফ্যানে কাপড় জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খোদেজা খাতুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলদিয়া গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
জীবননগর পৌরসভার সুবলপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আপিল মাহমুদ জানান, সুবলপুর গ্রামের রনক আলীর ছেলে আশাদুল ইসলাম (৩০) খোদেজা খাতুনের ভাগিনা। আসাদুল ইসলাম বেশকিছু দিন থেকে অসুস্থ্য। অসুস্থ্য ভাগিনা আশাদুলকে দেখতে খোদেজা ৩ দিন আগে সুবলপুর গ্রামে আসেন। বৃহস্পতিবার সকাল থেকে আশাদুলের পিতা রনক আলী বাড়িতে ধানঝাড়া মেসিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। বেলা ১১টার দিকে অসাবধনতাবশতঃ খোদেজা খাতুন ধানঝাড়াই মেসিনের ফ্যানের নিকট গেলে তাতে তার শরীরের শাড়ীকাপড় জড়িয়ে যায়। এসময় ফ্যানের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফ্যানের আঘাতে মৃত্যু হওয়া খোদেজা খাতুনের শরীরের একপাশ ছিন্নভিন্ন হয়ে গেছে।
এ ব্যপারে জীবননগর থানায় একাধিক বার মোবাইল করা হলে ফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এইচএ