এইমাত্র
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  • শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
  • দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
  • বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
  • প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
  • মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
  • ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান
  • ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আজ সোমবার, ৩০ আষাঢ়, ১৪৩২ | ১৪ জুলাই, ২০২৫
    বিনোদন

    কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না: আরশ খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

    কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না: আরশ খান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

    গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছিলেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম। তিনি বলেন, গত ১২ নভেম্বর গুলশান থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-১০।

    এদিকে এই নির্মাতাকে গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। তাদেরই একজন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেতা আরশ খান।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, একজন পরিচালক গ্রেফতার হবে, কোনো কারন জানানো হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকিরা ঘরে বসে স্ট্যাটাস দিবো। এটা কি আদৌ ঠিক! কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না। ইউনিটির অবস্থা এমন কেনো? রিফর্মেশন এবং সংগঠনে কি লাভ তাহলে?

    এ বিষয়ে যোগাযোগ করা হলে আরশ বলেন, রিংকু কোনো এক সময় একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে পুরোনো ফাইল বের করে সন্দেহভাজন হিসেবে তাকে দেখানো হচ্ছে। এসব মূলত হিংসা থেকেই করা হচ্ছে। কারণ তিনি বর্তমানে ভালো কাজ করছেন।

    এরপর আক্ষেপের সুরে প্রশ্ন রেখে আরশ বলেন, ‘যদি এসবই হওয়ার ছিল, তাহলে আন্দোলনে থেকে লাভ কী হলো? প্রশাসন তো চেঞ্জ হলো না।’

    এর আগে রিংকুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, তরুণ নাট্য নির্মাতা নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে।’

    আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আছে গুলশান থানায়। কেন কি কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী কলাকুশলীসহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার এখনই মুক্তি চাই। যার নতুন নাটক আর গল্পের খবর জানানোর কথা তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত।আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’

    রিংকুর পক্ষ নিয়ে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

    এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

    পোস্টের শেষে তিনি বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…