এইমাত্র
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান
  • যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
  • মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

    শায়েস্তাগঞ্জে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মাহিন আল রশিদ (১৫) এক স্কুল ছাত্র নিখোঁজ মর্মে থানায় জিডি করা হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুল ছাত্র নিখোঁজের ২০ ঘণ্টা অতিবাহিত হয়েও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

    এর আগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিখোঁজ মাহিনের পিতা মামুন আল রশিদ শায়েস্তাগঞ্জ থানায় পুত্র নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরীভুক্ত করেন।

    মাহিন আল রশিদ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তারা ওই স্কুলের প্রধান শিক্ষকের বাসার ভাড়াটিয়া। মাহিনের মা ফাতেমা খাতুন একই স্কুলের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত।

    জিডি সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পিতা-পুত্র একসঙ্গে মসজিদে আসরের নামাজ আদায় করেন। মসজিদ থেকে বের হয়ে পিতা মামুন আল রশিদ চলে যান ব্যবসা প্রতিষ্ঠানে। পুত্র মাহিন চলে যায় শায়েস্তাগঞ্জ থানার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা পরিষদের মাঠে।

    প্রতিদিন সন্ধ্যার আগেই খেলার মাঠ থেকে মাহিন বাসায় ফিরে। কিন্তু ঘটনার দিন সন্ধ্যা ৭টার পার হলে গেলেও মাহিন বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়স্বজনসহ মাহিন বন্ধুদের বাসা বাড়িতে খোঁজ নিয়ে পাওয়া যায়নি।

    এদিকে, নিখোঁজ স্কুল ছাত্রের মা-বাবাসহ পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশি আত্মীয়স্বজন সবাই মাহিনের খোঁজে যে যার মতো সারা রাত বিভিন্ন এলাকায় খোঁজ করেছেন।

    শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, স্কুল ছাত্র নিখোঁজের জিডি দেশের সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…