এইমাত্র
  • দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার
  • দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ল
  • মহাকাশ থেকেই মার্কিন নির্বাচনে ভোট দিবেন নভোচারী
  • সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে এখন ১২৫
  • নড়াইলে প্রাইভেট পড়ে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফের রিমান্ডে পলক, সালমানসহ আ. লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা
  • ৯৬ টাকা দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনছে সরকার
  • জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় ফল ঘোষণা আজ
  • আলবেনিয়ায় চলছে সরকারবিরোধী আন্দোলন
  • টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন রিয়াদ
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    ময়মনসিংহে বিদ্যালয়ের মেঝেতে পড়ে ছিল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

    ময়মনসিংহে বিদ্যালয়ের মেঝেতে পড়ে ছিল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জা‌টিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেন (২৪) হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    নিহত আরমান জাটিয়া গ্রামের বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে। ২০২১ সালের ১২ ডিসেম্বর তিনি জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে স্কুল ক্যাম্পাসে তিনি ডিউটিরত ছিলেন। সকাল ৭টার দিকে স্কুলের ভেতর থেকে গোঙ্গানির শব্দ শুনে জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা নৈশপ্রহরী আরমানকে রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে আরমানের বাড়িতে খবর দিলে চাচি ফাতেমা খাতুনসহ পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    নিহত আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা বলেন, আমার ছেলের কোন শত্রু ছিল না। কে বা কারা ওরে খুন করেছে আমি জানি না, যারা খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।

    জাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, আরমান খুবই ভালো ছেলে ছিল। ওকে যারা মেরেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…