গাজা উপত্যকায় ইসরায়েলের আকাশপথে পৃথক দুটি হামলায় ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে, পরিত্যক্ত একটি স্কুলে হামাসের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের ঘাঁটির ওপর তারা হামলা চালিয়েছে।
লেবাননে সীমিত পরিসরে স্থলপথে আক্রমণ করার পাশাপাশি একই দিনে গাজায় হামলা চালালো ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
গাজার চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের আকাশপথে পৃথক দুটি হামলায় ২১ জন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানান, গাজা উপত্যকার নুসেইরাতের দুটি বাড়ির ওপর ইসরায়েল হামলা করলে ১৩ জন নিহত হন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, গাজা সিটির পাশাপাশি তুফাহ-তে হামলা চালালে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পরিত্যক্ত আল-শেজাইয়া স্কুলে হামাসের কমান্ড সেন্টারের ওপর আকাশপথে তারা হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, সাধারণ নাগরিকের সুযোগ-সুবিধা ব্যবহার করে হামাস হামলা পরিচালনা করে থাকে।
এবি