ভারতের জম্মু ও কাশ্মিরের তৃতীয় ও শেষ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত প্রদত্ত ভোটের হার ২৮.১২ শতাংশ। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ খবর জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে জম্মু ও কাশ্মিরের বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৭ জেলায় ৪০ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৮.১২ শতাংশ। তৃতীয় ধাপে মোট ভোটারের সংখ্যা ৩৯ লাখ ১৮ হাজার ২শ ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ লাখ ৯ হাজার ১শ ৩০ জন নারী ও ৫৭ জন তৃতীয় লিঙ্গের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা মোট ৪শ ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এজন্য ৫ হাজার ৬০টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জম্মু ও কাশ্মিরের পুলিশের পাশাপাশি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (সিআরপিএফ), সেন্ট্রাল পুলিশ ফোর্সেস (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে।
এবি