এইমাত্র
  • এম. আজিজুর রহমানের চলে যাওয়ার এক বছর আজ
  • বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি
  • দেশে প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন
  • সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি
  • সাবেক এমপি মানিক গ্রেপ্তার
  • বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
  • অনলাইন ভূমিসেবায় শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব: উপদেষ্টা
  • স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
  • নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় বাংলাদেশের মিরহার সাফল্য
  • আজ বুধবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলা ও মারধর

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

    ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলা ও মারধর

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলায় মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটে।

    মঙ্গলবার (১ লা অক্টোবর) সকালে মাগুরমারী উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    জানা যায়, গত (৩০ সেপ্টেম্বর) সোমবার সাবেক প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় নিয়মিত ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। কিন্তু (০১ অক্টোবর) মঙ্গলবার সকাল অনুমান ০৯.৫০ ঘটিকায় উপজেলার টগুয়া মাঝাপাড়ার শচীন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায় (৪৫),টংগুয়া পুকুড়পাড়ার মৃত বছির উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার রহমান (৬০) ও মোঃ মিজানুর রহমান (৪৫) প্রতিষ্ঠান চলাকালে উক্ত সময়ে বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী গণকে অশালিন ভাষায় গালিগালাজ করে।

    এ সময় প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মনমোহন (বিএসসি) তাদের বাধা নিষেধ করলে মতিয়ার রহমান তার পায়ের সেন্ডেল খুলে বিএসসি শিক্ষক মনমোহন বর্মনকে মারপিট ও জখম করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারি শিক্ষক হরিকেশর বর্মন, বিএসসি শিক্ষক মনমোহন বর্মনকে রক্ষার জন্য এগিয়ে গেলে অভিযুক্তগণ তাদেরকে কিল ঘুষি মারে। পরে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে প্রতিষ্ঠান ত্যাগ করে।

    এ বিষয়ে অভিযুক্ত মতিয়ার রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আরেক অভিযুক্ত লিটন চন্দ্র রায়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মারধরের কথা অস্বীকার করেন।

    এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজমুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…