নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনির বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের তাঁর গ্রামের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাটে যাচ্ছিলেন। এ সময় চরহাজারী ইউনিয়নের জগন্নাথ মন্দিরসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরের মার্কেটের দোকানদার রূপক মজুমদার সমকালকে বলেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পিঠে ১২টি ও মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফএস